Friday, December 23, 2011

তোমার জন্য (অসমাপ্ত)

তোমার জন্য(অসমাপ্ত)
তোমার জন্য আমার পথ চলা,
তোমার জন্য একাকি কথা বলা,
তোমার জন্য আকাশে শঙ্খচিল,
তোমার জন্য ধ্রুবতারা ঝিলিমিল
তুমি ফিরে এসো সে পথে, যে পথ ধরে তুমি গেছ চলে,
তুমি খুঁজে দেখ আমাকে, জেনো ফিরে পাবে সেই পথ পারে।

তোমার জন্য মিস্টি রোদ হাসে,
শহুরে পাখিরা আজো ভালবাসে,
কুয়াশার চাদরে দৃষ্টি থেমে গেছে,
তোমার অনুভব এখনো নিঃশ্বাসে,
আমি কেঁদে যাব নীরবে, বোবা নির্জন কোন প্রান্তরে,
যদি বৃষ্টি হয় সাগরে জেনো কান্নাটা এ অন্তরে।

ছায়া ঢাকা ঘাসটা রোদ দেখে গায়ে মাখে,
বুনো লাল হাঁসটা জলেতে গা ঢাকে,
গোঁধুলি বেলাতে আজো এ মন কাঁদে,
বাতাসটা ভারী হয়, আমার আর্তনাদে,
আমি প্রশ্ন করি আমাকে, কেন ভালোবাসা ফেলে চলে গেলে,
শুধু নিয়ে গেলে প্রেমটুকু, কোন অজানায় কিছু না বলে।

জোনাকির আলো নাচ, হৃদয়ে ঝড় তোলে,
আবেগের শেষ ফোঁটা, তোমার আঁচলে,
ঘূঁনে ধরা স্বপ্ন রাত শেষে ঝরে পরে,
সুরহীন এই গান গাইব কোন সুরে,
তুমি খুলে দিও না জানালা, তবে বাতাসটা চুল ছুঁয়ে যাবে,
আমি পেয়ে যাব সিক্ত ঘ্রান বলো কি করে তুমি আটকাবে।

তোমার কাজলে আদুরে মেঘ কালো,
শত নীল পদ্ম বাতাসে টলোমলো,
পূর্ণিমা চাঁদটা আমার সাথে জাগে,
নির্ঘুম রাতগুলো আর না ভালো লাগে,
ভুলে যেওনা সে কথা, কভু কাছে টেনে তুমি নিয়েছিলে,
আমি চলে যাব তোমাকে ফেলে একাকি এই স্বপ্নীলে।

Thursday, April 21, 2011

books should be free

at this time i am at last level of my academic life.after this semester i will be as a veterinarian.i have vision,that books should be free for all.though it may be economic loss project for the book publisher.,but it should be done for developing country like us.for this reason i have collect almost all of the books of D.V.M. as pdf form.
Now i am ready to publish these books.but at first i need all of my friends view, comments and decision about this.