Friday, October 22, 2010

পাগলা কবিতা

বিনিদ্র রজনি কাটে, স্বপ্নের ঘুম নেই।

নিশ্বাসে আবেগি হতাশার চিহ্ন।

টুকরো টুকরো হয়ে আছে হৃদয়

ঘরের একোনে ওকোনে।

শীতের ঝরা পাতারা উড়ে যায়,

পাতাহীন বৃক্ষ,তৃষ্ণা্র্ত দাঁড়িয়ে থাকে

বসন্তের আশায়।

নীল জোৎস্ন্যার মলিন আলোয়

ঝাপ্সা হয়ে আসে দৃষ্টি।

রাত নিকশ থেকে নিকশতর হয়,

কিন্তু,আমার দৃষ্টি একই বিন্দুতে স্থির।

শুন্যতাকে উপভোগ করা

এ এক নতুন নেশা আমার।

বিরহি কাব্য লেখার স্পর্ধা করছি না

শুন্য হয়ে যাওয়া হৃদয়ের

শেষ কিছু সংলাপ।

No comments:

Post a Comment